SOUND
SOUND
শব্দ কেবল উচ্চারিত ধ্বনি নয়, প্রকাশিত অনুভূতি।কিন্তু এই শব্দই আমরা বলতে চাই না। বা শোনার লোক নেই।অসম্পূর্ণ রয়ে যায় অসংখ্য কথা। শব্দ কখনো যুদ্ধের কারণ,আবারো প্রণয়ন এর।শব্দ একটি বৃহৎ অট্টালিকাকে ধ্বংস করতে পারে, তেমনি হৃদয় রাজপ্রাসাদ গড়তে পারে। শব্দ যদি না থাকতো তাহলে হৃদয়ের অন্ধকার দিক গুলি হয়তো ফুটে উঠত না। নিজের ভাব অন্যকে আমরা ব্যক্ত করতে পারতাম না। শব্দের কারণে যুদ্ধ হয়।শব্দের কারণেই শান্তি আসে। শব্দ কথাটি দুটো অক্ষরের হলেও এর বিস্তার বৃহৎ।
সময়ের অগ্রগতির সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়েই চলেছে। সারাদিনের অনেক কথার মাঝে নিজের কথাগুলি বলে ওটা হয় না। হয়তো,বলতে চাইলেও, শোনার লোকের বড় অভাব। সকলে ব্যস্ত,ব্যস্ততা আমাদের এমনভাবে গ্রাস করে চলেছে,আমরা নিজের সাথে কথা বলতে পারি না। নিজের অবস্থান সম্বন্ধে ভ্রান্ত ধারণার পাহাড় তুলেছি।
আমরা সকলেই কথা বলতে চাই। সকলের কথা রয়েছে জন্মের প্রথম দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা কিছু বলতে চাই। শুধু কথার বিষয়গুলো পরিবর্তন হয়।শরীরের বিস্তার খাদ্যে হলে, মনের বিস্তার পুষ্টি, অসম্পূর্ণতা আমরাই গড়ে তুলছি।
Words express feelings, not just spoken sounds. Sometimes we don’t want to make this sound..or there is no one to listen to. The Ocean of emotions remains unheard. These spoken sounds are sometimes the cause of war and also of an intimate formation. They can destroy an empire, and also can build a palace of innocence and love. The dark side of the heart could not be seen without the words. We could not express our feelings to others. War happens because of words. Peace arrives because of words. Although the sound only has four letters, its spread is extensively vast.
People’s busyness has increased with the passing of time. In-between many spoken things throughout the day, some things still remain unspoken. Maybe, to put it bluntly, there is a great lack of people to listen to. Everyone is busy, busyness is consuming us in such a way that we can’t talk to ourselves. We have raised a mountain of misconceptions about our position.
We all want to talk. Everyone wants to say something from the first day of birth to our final moments. Only the topic changes. If the body is nourished by food, then the mind is nourished by conversation. Not making a sound has created this void. We are only responsible.
India
Sourav Shee is a Kolkata-based artist who has done his BFA from the Indian College of Art and Draftsmanship College.
He believes his first impression of his artwork presents the scenes that he sees and feels. When it becomes difficult to describe with words, he tries to express his feelings through painting. Painting is his sole language to express his emotions, and enthusiasm clearly. Practitioner of classical and contemporary art practice Sourav has exhibited in various galleries and attended numerous regional and national workshops and group projects.